Web Analytics

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর ৪৮ ঘণ্টা আগে পরীক্ষা কেন্দ্রের একশ গজের মধ্যে সাধারণ জনগণের প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়। তবে নাটোরের ছাত্রদল নেতা রাকিব সরদারের এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন তা লঙ্ঘন করে। পরে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রাকিব সরদারকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এ ব্যাপারে রাকিব সরদার বলেন, আমার চাচাতো বোনকে কেন্দ্রে পৌঁছে দিতে যাই। এ সময় তাকে আসন দেখিয়ে দিতে গেলে কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছবি তুলে ছড়িয়ে দিয়েছে। কেন্দ্র সচিব উপজেলা মিজানুর রহমান বলেন, খাতা দেওয়ার পর পরীক্ষার্থীরা ওএমআর শিট পূরণ করার সময়ে ওই ছাত্রদল নেতা কেন্দ্রে প্রবেশ করেন। জানা গেছে, কেন্দ্র সচিবকেও শোকজ করেছে উপজেলা নির্বাহী অফিসার।

Card image

Related Memes

logo
No data found yet!