যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও গাজার বিভিন্ন এলাকায় ইসরাইলি বাহিনীর হামলায় দুই শিশুসহ অন্তত তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। চিকিৎসা সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, ড্রোন হামলা ও গুলিবর্ষণে আরও কয়েকজন আহত হয়েছেন। হামলাগুলো বেইত লাহিয়া, খান ইউনিস ও জাবালিয়াসহ বিভিন্ন স্থানে সংঘটিত হয়েছে।
চিকিৎসা সূত্র জানায়, উত্তর গাজার বেইত লাহিয়ার কামাল আদওয়ান হাসপাতালের কাছে ইসরাইলি বোমা হামলায় আল-জাওয়ারা পরিবারের দুই কিশোর—১৪ বছর বয়সি সালমান জাকারিয়া ও ১৫ বছর বয়সি মোহাম্মদ ইউসুফ—নিহত হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী যে এলাকা থেকে ইসরাইলি সেনারা সরে যাওয়ার কথা ছিল, সেই এলাকাতেই ড্রোন হামলাটি ঘটে। দক্ষিণ গাজার খান ইউনিসে আরও একজন ফিলিস্তিনি নিহত হন এবং জাবালিয়ায় কয়েকজন আহত হন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত বছরের ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরাইলি হামলায় ৪৮১ জন ফিলিস্তিনি নিহত ও ১,৩১৩ জন আহত হয়েছেন। ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ৭১ হাজার ৬০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।