লোকাল এডুকেশন অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (লিডো), হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট সেন্টার (এইচআরডিসি) ও ঢাকা সেন্টার ফর ডায়ালগ (ডিসিডি) যৌথভাবে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে, ২০২৬ সালের জাতীয় নির্বাচনের ইশতেহারে শিশু অধিকার সুরক্ষাসহ চারটি প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত করতে। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনায় এই দাবি জানানো হয়।
সংগঠনগুলো চার দফা প্রস্তাবে বলেছে—রাজনৈতিক কর্মসূচিতে শিশুদের অংশগ্রহণ নিষিদ্ধ করা, নির্বাচনী সময়ে পথশিশুদের নিরাপত্তা নিশ্চিত করা, ইশতেহারে শিশু অধিকার সংরক্ষণের অঙ্গীকার যুক্ত করা এবং শিশুদের রাজনৈতিক ব্যবহারের বিরুদ্ধে প্রকাশ্য ঘোষণাপত্রে স্বাক্ষর করা। বক্তারা বলেন, শিশুরা ভোট দেয় না, কিন্তু নির্বাচনের সময় সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। তারা রাষ্ট্রের দুর্বল ভূমিকার সমালোচনা করে বলেন, শিশুশ্রম, পথশিশুদের শোষণ ও মৌলিক সেবার অভাব এখনও বিদ্যমান।
বক্তারা আরও বলেন, ভবিষ্যৎ সরকারকে শিশুদের অধিকার নিশ্চিতে কার্যকর নীতি গ্রহণ করতে হবে। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে যুদ্ধপীড়িত শিশুদের প্রতি নীরবতারও সমালোচনা করা হয়।