Web Analytics

কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা বেলতলী কাটা মসজিদের সামনে শনিবার (২৪ জানুয়ারি) ভোর ৫টার দিকে প্রতিপক্ষের গুলিতে নিহত হয়েছেন আলোচিত ডাকাত সর্দার শাহীনের সহযোগী শফিউল আলম ওরফে লেদাপুতু (২৮)। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রতিদ্বন্দ্বী ডাকাত ও সন্ত্রাসী আব্দুর রহিম তার বাহিনী নিয়ে অতর্কিত হামলা চালিয়ে শফিউল আলমকে গুলি করে হত্যা করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়া শফিউল আলমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে নিহতের পরিবার দাবি করেছে, রাতের খাবারের সময় তাকে ঘর থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, লেদাপুতু দীর্ঘদিন ধরে রামুর পাহাড়ি এলাকার শীর্ষ সন্ত্রাসী শাহীন ডাকাতের সহযোগী হিসেবে কাজ করতেন এবং মিয়ানমার সীমান্ত ব্যবহার করে অবৈধ চোরাচালানসহ নানা অপরাধে জড়িত ছিলেন।

পুলিশ জানিয়েছে, নিহত লেদাপুতুর বিরুদ্ধে হত্যাসহ অন্তত ১১টি মামলা রয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!