Web Analytics

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন, দেশের আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার বড় পদক্ষেপ নিতে যাচ্ছে। আগামী এক সপ্তাহের মধ্যেই নয়টি নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানকে (এনবিএফআই) অকার্যকর ঘোষণা করার আইনি প্রক্রিয়া শুরু হবে। এসব প্রতিষ্ঠানের প্রকৃত আর্থিক অবস্থা নির্ধারণে স্বাধীন অডিটর দিয়ে সম্পদ মূল্যায়ন করা হবে। বিষয়টি তিনি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানান।

গভর্নর বলেন, পরিকল্পনা অনুযায়ী সবকিছু এগোলে রোজার আগেই এসব প্রতিষ্ঠানের ব্যক্তিগত আমানতকারীরা তাদের মূল টাকা ফেরত পাবেন। তবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ক্ষেত্রে নিষ্পত্তি ধাপে ধাপে হবে এবং তা সরকারের তহবিলের ওপর নির্ভর করবে। নয়টি প্রতিষ্ঠান হলো—এফএএস ফাইন্যান্স, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি, প্রিমিয়ার লিজিং, ফারইস্ট ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স, আভিভা ফাইন্যান্স, পিপলস লিজিং ও ইন্টারন্যাশনাল লিজিং।

এই নয়টি প্রতিষ্ঠানের কাছে আর্থিক খাতের মোট খেলাপি ঋণের ৫২ শতাংশ রয়েছে, যার পরিমাণ গত বছরের শেষে দাঁড়িয়েছে ২৫ হাজার ৮৯ কোটি টাকা। এর মধ্যে আটটি প্রতিষ্ঠানের শেয়ারপ্রতি গড় নিট সম্পদমূল্য ঋণাত্মক ৯৫ টাকা, যা সরকারি সহায়তা ছাড়া দায় পরিশোধকে প্রায় অসম্ভব করে তুলেছে।

Card image

Related Memes

logo
No data found yet!