Web Analytics

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রে বেলোসভ দাবি করেছেন, ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত প্রায় পাঁচ লাখ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। বুধবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপস্থিতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে তিনি বলেন, গত বছরের তুলনায় ইউক্রেনের যুদ্ধক্ষমতা প্রায় এক-তৃতীয়াংশ কমে গেছে। বেলোসভের মতে, এত বিপুল প্রাণহানির কারণে কিয়েভের পক্ষে বাহিনী পুনর্গঠন করা কঠিন হয়ে পড়েছে।

তিনি আরও জানান, চলতি বছরে ইউক্রেন এক লাখ তিন হাজারেরও বেশি সামরিক সরঞ্জাম হারিয়েছে, যার মধ্যে ৫ হাজার ৫০০ ট্যাংক ও সাঁজোয়া যান রয়েছে—যেগুলো পশ্চিমা দেশগুলো সরবরাহ করেছিল। ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে সাধারণ নাগরিকদের সেনাবাহিনীতে যোগদানের আগ্রহও কমে গেছে বলে তিনি মন্তব্য করেন।

২০২২ সালে ক্রিমিয়া ও ন্যাটো ইস্যু ঘিরে শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে এই দাবি এসেছে। পশ্চিমা সূত্রগুলো এখনো রাশিয়ার দেওয়া এই সংখ্যাগুলো স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

Card image

Related Memes

logo
No data found yet!