সোমবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। আর নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৯ জন। জানা গেছে, চলতি বছর করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৯ জনের। তাদের মধ্যে আটজন পুরুষ ও ১১ জন নারী। চলতি বছর মৃত্যু হওয়া রোগীদের মধ্যে ঢাকায় সাতজন, চট্টগ্রামে ৯ জন, খুলনায় তিনজন।