উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় ২৭ (হালনাগাদ তথ্য) জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। নিহতদের মধ্যে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মরদেহ এখনো মর্গে রয়েছে। এ ছাড়া ৮ জন নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতরা হলেন ফাতেমা আক্তার, সামিউল করিম, রজনী ইসলাম, মেহনাজ আফরিন হুরায়রা, শারিয়া আক্তার, নুসরাত জাহান আনিকা, সাদ সালাউদ্দিন ও সায়মা আক্তার। নিহতদের বেশিরভাগই শিশু, যা ঘটনায় শোকের মাত্রা আরও বাড়িয়ে তুলেছে।