পশ্চিম তীরের রেইহান ক্রসিং এলাকায় গুলি, হেবরন হিলসে গাড়ি চাপা দেওয়া ও ছুরিকাঘাতের পৃথক ঘটনায় মোট ৩ জন ইসরাইলি সেনা আহত হয়েছে। সেনাবাহিনীর অভিযান চালানর সময় সন্দেহভাজন এক বন্দুকধারী তাদের লক্ষ্য করে গুলি চালায়। সেনারা এ সময় পাল্টা গুলি চালিয়ে হামলাকারীকে ধাওয়া করে। হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনার কয়েক মিনিট পর তেলআবিবে হেবরন হিলস এলাকায় আরেকটি হামলার ঘটনা ঘটে। সেখানে এক হামলাকারী গাড়ি নিয়ে এক সেনাকে চাপা দেওয়ার চেষ্টা করে। পরে সে গাড়ি থেকে নেমে ছুরি দিয়ে আক্রমণের চেষ্টা করে।