Web Analytics

পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে জালিয়াতির মামলায় ঢাকার বিশেষ জজ আদালত শেখ হাসিনাকে ৫ বছর, তার বোন শেখ রেহানাকে ৭ বছর এবং রেহানার মেয়ে ও যুক্তরাজ্যের সাবেক লেবার পার্টি মন্ত্রী টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে ২ বছরের কারাদণ্ড দিয়েছেন। সোমবার ঢাকার বিশেষ জজ-৪ আদালতের বিচারক রবিউল আলম এই রায় ঘোষণা করেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) চলতি বছরের ১৩ জানুয়ারি শেখ রেহানার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে ১০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে মামলা দায়ের করে। তদন্ত শেষে ১০ মার্চ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয় এবং ৩১ জুলাই অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। মামলায় ৩২ জন সাক্ষ্য দেন। এর আগে ২৭ নভেম্বর অন্য মামলায় শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধেও কারাদণ্ডের রায় দেওয়া হয়।

Card image

Related Memes

logo
No data found yet!