বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়ায় বাংলাদেশে টাকার মান বৃদ্ধি পাওয়ায় ডলারের বিনিময় হার কমেছে ২ টাকা ২০ পয়সা। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আজ সোমবার আন্তঃব্যাংকিং বাজারে ডলারের মূল্য দাঁড়িয়েছে ১২০ টাকা ১০ পয়সা, যা গত ৯ জুলাই ছিল ১২২ টাকা ৩০ পয়সা। ২০২৪-২৫ অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ২৬.৮১% বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ ব্যাংক গত ১৩ জুলাই প্রথমবারের মতো বাজার থেকে ১৭১ মিলিয়ন ডলার কিনেছে, যার মাধ্যমে মুদ্রাবাজারের স্থিতিশীলতা বজায় রাখা হয়েছে। বর্তমানে রিজার্ভ ২৪.৫৪ বিলিয়ন ডলার যা গত বছরের চেয়ে বেশি। ব্যাংক কর্মকর্তারা বলেন, ডলারের অতিরিক্ত দুর্বলতা রপ্তানিকারক ও প্রবাসীদের জন্য ক্ষতিকর হতে পারে।