অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি বিচে সংঘটিত প্রাণঘাতী বন্দুক হামলার পর হামলাকারীর জাতীয় পরিচয় নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে। ঘটনাস্থলেই নিহত হন ৫০ বছর বয়সী সাজিদ আকরাম, আর তার ২৪ বছর বয়সী ছেলে নাভিদ আকরাম গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। সামাজিক যোগাযোগমাধ্যমে হামলাকারীকে পাকিস্তানি বলে দাবি করা হলেও এখন পর্যন্ত কোনও সরকারি নথি বা বিবৃতিতে তা নিশ্চিত করা যায়নি।
ফিলিপাইনের অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে, সাজিদ ও নাভিদ নভেম্বর মাসের প্রায় পুরোটা সময় ফিলিপাইনে অবস্থান করেছিলেন। তারা ১ নভেম্বর সিডনি থেকে ফিলিপাইনে প্রবেশ করেন এবং সাজিদ নিজেকে ভারতীয় নাগরিক হিসেবে উপস্থাপন করেন। ছেলে ছিলেন অস্ট্রেলিয়ার নাগরিক। ২৮ নভেম্বর তারা সিডনি ফিরে যান।
নিউ সাউথ ওয়েলস পুলিশের কমিশনার মাল ল্যানিয়ন জানান, হামলার উদ্দেশ্য, পারিবারিক পটভূমি ও নাগরিকত্ব যাচাই চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হামলাকারীর জাতীয়তা নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে না বলে কর্তৃপক্ষ জানিয়েছে।