বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দায়ের হওয়া দুর্নীতি মামলার শুনানি বাতিল করেছে জেরুজালেমের জেলা আদালত। কূটনৈতিক ও নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে শুনানি বাতিলের অনুরোধ মঞ্জুর করেছে আদালত। এর আগে ট্রাম্প লিখেছিলেন, ‘নিয়ন্ত্রণহীন প্রসিকিউটররা যা করছে, তা সম্পূর্ণ পাগলামি।’ আরও বলেন, 'যুক্তরাষ্ট্র যেহেতু ইসরাইলকে বহু বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে, তাই এই ধরনের আচরণ মেনে নেব না।' সে পোস্টের পর ট্রাম্পকে ধন্যবাদ জানান দুর্নীতির দায়ে অভিযুক্ত ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।