আগামী ২৫ মার্চ ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ১৮ নভেম্বর ফিরতি লেগে খেলতে ঢাকায় আসবে ভারতীয় দল। এই ম্যাচ দুটি সামনে রেখে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। ভারতের বিপক্ষে আসন্ন ম্যাচের আগে সৌদি আরবে ক্যাম্প করবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সে ম্যাচকে সামনে রেখে ৫ মার্চ দুপুরে সৌদি আরবের উদ্দেশে রওয়ানা দেবেন জামাল ভূঁইয়ারা। সেখানে অনুশীলন ক্যাম্প করে ১৮ মার্চ ঢাকায় ফিরবে জামালরা। এ সময় তাদের স্পোর্টস মেডিসিন ও উন্নয়ন সহযোগিতা নিয়ে আলাপচারিতা হয়েছে।