একই স্থানে বিএনপির দুগ্রুপ সভা ডেকেছে ফরিদপুরের আলফাডাঙ্গায়। এতে হট্টগোল বেড়েছে। এরই পরিপ্রেক্ষিতে স্থানীয় প্রশাসন আলফাডাঙ্গা সদর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে। নেতাকর্মীরা জানান, বিএনপির নাসির গ্রুপ ও ঝুনু গ্রুপ আলফাডাঙ্গার চৌরাস্তায় সভা আহ্বান করেছে। নির্দিষ্ট দূরত্বের ব্যবধানে দুপক্ষের লোক জড়ো হতে শুরু করলে আলফাডাঙ্গা পুলিশ তাদের বুঝিয়ে সরিয়ে দিয়েছে। পরে সংঘাতের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।