Web Analytics

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ঘোষণা করেছেন যে, ইরানের সঙ্গে বাণিজ্য অব্যাহত রাখবে রাশিয়া, যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে বাণিজ্যকারী দেশগুলোর ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। মস্কোতে এক সংবাদ সম্মেলনে লাভরভ বলেন, রাশিয়াকে অবশ্যই কাজ চালিয়ে যেতে হবে এবং ইরানসহ অন্যান্য অর্থনৈতিক অংশীদারদের সঙ্গে বিদ্যমান চুক্তিগুলো বাস্তবায়ন করতে হবে।

ক্রেমলিন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের সমালোচনা করে বলেছে, এটি ইরানকে কোণঠাসা করার প্রচেষ্টা। লাভরভ মন্তব্য করেন, যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী দেশ যখন এমন অপ্রীতিকর পদ্ধতি গ্রহণ করে, তখন তা প্রতিযোগিতামূলক বাজারে তাদের অবস্থান দুর্বল হওয়ার ইঙ্গিত দেয়। এর আগে চীনও মার্কিন শুল্কবৃদ্ধির ঘোষণা প্রত্যাখ্যান করে ইরানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখার সিদ্ধান্ত জানিয়েছে।

রাশিয়া ও চীনের এই অবস্থান ইঙ্গিত দেয় যে, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপ নীতির প্রতি আন্তর্জাতিক প্রতিরোধ অব্যাহত রয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!