Web Analytics

২০২৬ সালের গণভোটকে কেন্দ্র করে জনসচেতনতা বাড়াতে ১১ জানুয়ারি থেকে শুরু হওয়া ফটোকার্ড শেয়ার কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ জানান, এই উদ্যোগের লক্ষ্য নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করা। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, এই কার্যক্রম আগামী রোববার, ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে।

ফটোকার্ডে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বার্তা ছাপানো হয়েছে, যা দেশকে দ্রুত এগিয়ে নেওয়ার প্রতীক হিসেবে উপস্থাপন করা হয়েছে। পাশাপাশি অন্যান্য উপদেষ্টারাও বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। সরকারিভাবেও এই প্রচারণা অব্যাহত রয়েছে।

এদিকে রাজনৈতিক দলের নেতা ও প্রার্থীরাও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটের প্রচারণায় অংশ নিচ্ছেন, যা দেশজুড়ে ব্যাপক প্রচার কার্যক্রমের ইঙ্গিত দিচ্ছে।

Card image

Related Memes

logo
No data found yet!