Web Analytics

রোববার (১২ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধ মামলার যুক্তিতর্ক শুরু হচ্ছে। শনিবার সন্ধ্যায় ভিডিও বার্তায় প্রসিকিউটর গাজী এমএইচ তামিম এ তথ্য জানান। গত বুধবার মামলার তদন্ত কর্মকর্তা মো. আলমগীরের জেরা শেষ হয়। এরপর বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল আজ যুক্তিতর্কের দিন নির্ধারণ করেন। আজ প্রসিকিউশন যুক্তি উপস্থাপন করবে, পরে আসামিপক্ষ যুক্তি তুলে ধরবে এবং শেষে প্রসিকিউশন খণ্ডন করবে। ২৮ কার্যদিবসে ৫৪ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। যুক্তিতর্ক শেষে মামলাটি রায়ের অপেক্ষায় থাকবে। প্রসিকিউশনের যুক্তিতর্ক বাংলাদেশ টেলিভিশন ও ফেসবুকে সরাসরি সম্প্রচার হবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।