হবিগঞ্জের জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। রবিবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, গত ১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি, আমিও পারিনি। এবার যেন প্রত্যেকে তার ভোট দিতে পারে, সে লক্ষ্যে আমরা বদ্ধপরিকর। তিনি অভিযোগ করেন, পলাতক স্বৈরাচারের দোসররা নির্বাচন বিঘ্নিত করার ষড়যন্ত্র করছে, তবে কেউ পার পাবে না। সভায় সাংবাদিকরা যানজট, পুরাতন খোয়াই নদীর অবৈধ দখল, অলিপুর শিল্পাঞ্চলের পরিবেশ দূষণ, বনাঞ্চলে গাছ চুরি, অবৈধ সিলিকা বালু উত্তোলন ও মাদকসেবীদের উপদ্রবসহ নানা সমস্যা তুলে ধরেন। জেলা প্রশাসক এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন এবং সুষ্ঠু নির্বাচনের জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।