Web Analytics

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সাধারণ ছাত্রজনতার উদ্যোগে আয়োজিত গায়েবানা জানাজার আগে রাজশাহী মহানগর জামায়াতের আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা ড. কেরামত আলী শহীদ শরীফ ওসমান হাদির সাহসিকতা ও ভারতের আধিপত্যবাদ ও ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে তার অবস্থানকে অনুকরণীয় বলে মন্তব্য করেন। শনিবার বিকেলে অনুষ্ঠিত এ জানাজায় তিনি বলেন, শহীদের রক্ত বৃথা যেতে পারে না এবং হাদির মতো আরও বহু শহীদ জন্ম নেবে।

কেরামত আলী বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং সবাইকে সজাগ থাকতে হবে। তিনি হাদির চিন্তা ও চেতনা ধারণ করে সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান জানান। জানাজায় স্থানীয় জামায়াত ও শিবির নেতৃবৃন্দসহ ছাত্র আন্দোলনের কর্মীরা অংশ নেন।

এই বক্তব্য উত্তরাঞ্চলের রাজনৈতিক আবহে জামায়াতের অবস্থান ও জাতীয়তাবাদী বক্তব্যের ধারাবাহিকতাকে প্রতিফলিত করে, যা বাংলাদেশের রাজনৈতিক বিভাজনের একটি দিক নির্দেশ করে।

Card image

Related Memes

logo
No data found yet!