Web Analytics

ময়মনসিংহে পুলিশের ওপর হামলা ও হাতকড়াসহ আসামি ছিনতাইয়ের ঘটনায় আসামির বাবাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দিঘারকান্দা এলাকায় মামলার ৬ নম্বর আসামি আরিফুল ইসলামকে গ্রেপ্তার করে থানায় নেওয়ার পথে তার বাবা সাগর আলীর নেতৃত্বে শতাধিক লোক লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে পাঁচ পুলিশ সদস্য আহত হন এবং হাতকড়াসহ আরিফুলকে ছিনিয়ে নেওয়া হয়।

কোতোয়ালী মডেল থানার ওসি মো. নাজমুস সাকিব জানান, এর আগে ১০ জানুয়ারি দিঘারকান্দায় মো. রাসেল নামে এক ব্যক্তিকে কুপিয়ে আহত করার ঘটনায় মামলা হয়েছিল। ওই মামলায় আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়। পুলিশের ওপর হামলার পর সহকারী উপপরিদর্শক আরিফুল ইসলাম বাদী হয়ে আরেকটি মামলা দায়ের করেন, যেখানে ২৯ জনের নাম ও ১৪০ জন অজ্ঞাত আসামি করা হয়েছে।

ঘটনার পরপরই অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয় এবং বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!