উত্তরা পশ্চিম থানা আমির মাজহারুল ইসলাম বলেছেন, ঢাকা-১৮ আসনে দাঁড়িপাল্লার প্রতীকই শাপলা কলি। শুক্রবার ৫১ নম্বর ওয়ার্ড জামায়াত ইসলামীর আয়োজিত এক মিছিল ও গণসংযোগে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এ কর্মসূচি ছিল জামায়াতসহ ১০ দল মনোনীত প্রার্থী ও এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবের সমর্থনে।
মাজহারুল ইসলাম বলেন, ১০ দল মনোনীত আদীবকে শাপলা কলিতে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। তিনি আরও আহ্বান জানান, গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে। প্রধান অতিথির বক্তব্যে আরিফুল ইসলাম আদীবও ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে শাপলা কলিতে ও ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তুরাগ মধ্য থানা আমীর গাজী মনির হোসাইন, নায়েবে আমীর কামরুল হাসান, উত্তরা পশ্চিম থানা সেক্রেটারি ফিরোজ আলম ও তুরাগ মধ্য থানা সেক্রেটারি মুহিবুল্লাহ বাচ্চুসহ জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।