Web Analytics

রাজবাড়ীর গোয়ালন্দে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করার সময় রফিকুল ইসলাম (৪৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। শনিবার সকাল ৮টার দিকে গোয়ালন্দ বাজার রেলক্রসিংয়ের পাশে দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে আসা কুষ্টিয়া–পোড়াদাহগামী শাটল ট্রেনের নিচে ঝাঁপ দিলে তার দুই পা শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কর্মীরা পৌঁছে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

পারিবারিক সূত্রে জানা গেছে, রফিকুল ইসলামের দীর্ঘদিন ধরে মানসিক সমস্যা ছিল এবং তার তিনটি ছেলে সন্তান রয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, তার দুই পা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়েছে এবং উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গোয়ালন্দ ঘাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, ফায়ার সার্ভিসের সহায়তায় আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!