বান্দরবানের রুমা উপজেলার কেওক্রাডং পাহাড়ে যাওয়ার পথে চাঁদের গাড়ি উল্টে অন্তত ১১ জন পর্যটক আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে কেওক্রাডং সড়কের পেঁপে বাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতরা সবাই কুষ্টিয়া জেলার বাসিন্দা এবং তাদের সঙ্গে গাইড হিসেবে ছিলেন রুমা সদর ইউনিয়নের বড়ুয়া পাড়ার স্বপন বড়ুয়া। স্থানীয় সূত্রে জানা যায়, বগালেক থেকে কেওক্রাডং যাওয়ার পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রুমা থানার ওসি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।