Web Analytics

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, চলমান অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভে এখন পর্যন্ত শতাধিক নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন। রবিবার রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, ইসফাহান প্রদেশে ৩০ জন এবং পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহে ৬ জন নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন। তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, সারাদেশে নিহত নিরাপত্তা সদস্যের সংখ্যা ১০৯ জনে পৌঁছেছে। গোলেস্তান প্রদেশের রাজধানী গোরগানে রেড ক্রিসেন্টের এক কর্মী নিহত হন এবং মাশহাদে একটি মসজিদে আগুন দেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, “দাঙ্গা” ধীরে ধীরে কমছে, তবে অ্যাটর্নি জেনারেল সতর্ক করেছেন যে অংশগ্রহণকারীরা মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে পারেন।

গত ডিসেম্বরের শেষ দিকে শুরু হওয়া এই বিক্ষোভগুলো ২০২২–২৩ সালের মাহসা আমিনির মৃত্যুর পরের আন্দোলনের পর সবচেয়ে বড়। প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে “দাঙ্গা উসকে দেওয়ার” অভিযোগ করেছেন, আর পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ হুঁশিয়ারি দিয়েছেন যে যুক্তরাষ্ট্র আক্রমণ করলে ইসরায়েল ও মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র “সহায়তা করতে প্রস্তুত” এবং ইরানকে “খুব কঠিনভাবে আঘাত” করার হুমকি দিয়েছেন।

দেশজুড়ে ৬০ ঘণ্টারও বেশি সময় ধরে ইন্টারনেট বন্ধ রয়েছে, এবং মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে, অন্তত ৫১ জন বিক্ষোভকারী, যার মধ্যে ৯ শিশু, নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয়েছেন।

Card image

Related Memes

logo
No data found yet!