সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।
লেখালেখি করার সময়গুলো বড্ড মিস করছেন উপদেষ্টা আসিফ নজরুল। ফেসবুকে লম্বা এক পোস্টে লিখেছেন, ‘উপদেষ্টা জীবনে আমার ঘুম হারাম হলো, মন বিমর্ষ হলো, মানুষের প্রতি বিশ্বাস কিছুটা হলেও চিড় ধরলো।’ তিনি আরো লেখেন, "গতবছর জানুয়ারির শেষদিকে আমার উপন্যাস ‘আমি আবুবকর’ প্রকাশিত হয়। একমাসে এটি দশ দশবার মুদ্রিত হয়। এটি অনেক সাহস করে লিখেছিলাম। জামাত-শিবির-রাজাকার ট্যাগ দিয়ে যে ভয়াবহ নির্যাতন করা হয় বিশ্ববিদ্যালয়গুলোতে, তা নিয়ে লেখা।" এই লেখার পর অনেকেই তাকে সাবধানে থাকার পরামর্শ দেন। এরপর জুলাই এলো বলে নানান পরিবর্তন ও ব্যস্ততায় নতুন বই লিখলেন তিনি। শেখ হাসিনার অন্তিমকাল নামে। এই বইয়ের দ্বিতীয় মুদ্রণ শেষ হয়ে গেছে বলেও সুখবর দেন তিনি।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।