Web Analytics

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানে বলেন, বেগম রোকেয়া ছিলেন সমাজ গঠনের প্রেরণা এবং নারী সমাজকে আলোর পথে পরিচালিত করেছেন। তিনি রোকেয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে নারীর শিক্ষা, অধিকার ও সমতার পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

রোকেয়া পদক প্রতিবছর সেইসব নারীকে প্রদান করা হয়, যারা নারী উন্নয়ন ও সমাজ পরিবর্তনে অসাধারণ অবদান রেখেছেন। অনুষ্ঠানে নীতিনির্ধারক, শিক্ষাবিদ ও নারী নেত্রীরা অংশ নেন এবং নারী নেতৃত্বের বিকাশে রোকেয়ার অবদান স্মরণ করেন। ইউনূস বলেন, দেশের সার্বিক উন্নয়নের জন্য নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত করা অপরিহার্য।

বিশ্লেষকরা মনে করছেন, প্রধান উপদেষ্টার এই বক্তব্য নারী ক্ষমতায়ন ও নেতৃত্ব বিকাশে সরকারের চলমান উদ্যোগকে আরও শক্তিশালী করবে এবং সমাজে সমতা প্রতিষ্ঠার প্রচেষ্টাকে ত্বরান্বিত করবে।

Card image

Related Memes

logo
No data found yet!