ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার মস্তিষ্কে ইস্কেমিক পরিবর্তন ও ফোলা (ইডেমা) অপরিবর্তিত থাকায় অবস্থা এখনো সংকটাপন্ন। বিশেষজ্ঞ চিকিৎসক দল নিবিড় পর্যবেক্ষণে রেখেছে, তবে মস্তিষ্কে আটকে থাকা বুলেটের টুকরো অপসারণের জন্য প্রয়োজনীয় অস্ত্রোপচারের উপযুক্ত অবস্থায় তিনি এখনো নেই।
ঢাকা মেডিকেল কলেজের নিউরোসার্জন ডা. আব্দুল আহাদ জানিয়েছেন, হাদির কিডনি, হৃদযন্ত্র ও ফুসফুস কৃত্রিম ভেন্টিলেশনের মাধ্যমে সচল রাখা হয়েছে, তবে তার জিসিএস স্কোরে কোনো পরিবর্তন আসেনি। হাদির ভাই ওমর জানিয়েছেন, ব্রেইন ছাড়া অন্যান্য অঙ্গ সচল থাকলেও মস্তিষ্কের অবস্থা অপরিবর্তিত। চিকিৎসকরা বলছেন, নির্দিষ্ট ‘টাইম উইন্ডো’য়ের মধ্যেই শরীর ইতিবাচক সাড়া দিলে উন্নতির সম্ভাবনা তৈরি হতে পারে।
চিকিৎসকরা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব নাকচ করে জনগণকে দায়িত্বশীল থাকার আহ্বান জানিয়েছেন। পরিবার ও সহকর্মীরা দেশবাসীর কাছে দোয়ার অনুরোধ করেছেন, আর চিকিৎসকরা আশাবাদী যে সীমিত সম্ভাবনার মধ্যেও ইতিবাচক পরিবর্তন ঘটতে পারে।