Web Analytics

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় আসছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা এবং শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিতা হেরাথ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আগামীকাল বুধবার বাদ জোহর দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পর তার দাফন সম্পন্ন হবে। বিদেশি কূটনীতিকদের উপস্থিতি তার রাজনৈতিক জীবনের প্রতি আঞ্চলিক শ্রদ্ধা প্রদর্শনের ইঙ্গিত বহন করছে।

উচ্চপর্যায়ের বিদেশি প্রতিনিধিদের অংশগ্রহণের বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, যা এই জানাজাকে কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

Card image

Related Memes

logo
No data found yet!