Web Analytics

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী সর্বোচ্চ ফোরাম সিন্ডিকেটের নতুন সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। আগামী দুই বছরের জন্য এই নিয়োগ কার্যকর থাকবে, যা ২২ জানুয়ারি ২০২৬ তারিখ থেকে কার্যকর বলে গণ্য হবে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ১৭(১)(জ) ও (২) ধারা অনুযায়ী একাডেমিক কাউন্সিলের ৭৬তম সভার ৩১নং সিদ্ধান্তের ভিত্তিতে উপাচার্য তাকে এই মনোনয়ন প্রদান করেছেন। সিন্ডিকেট বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক সিদ্ধান্ত গ্রহণের সর্বোচ্চ পর্ষদ হিসেবে কাজ করে।

নতুন সদস্য হিসেবে অধ্যাপক মঞ্জুর মুর্শেদকে বিশ্ববিদ্যালয়ের কার্য পরিচালনায় সক্রিয় সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন রেজিস্ট্রার। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের বিজনেস অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন।

Card image

Related Memes

logo
No data found yet!