প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের ডাকযোগে ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ‘তোমার আমার বাংলাদেশে, ভোট দেব মিলেমিশে’ স্লোগান নিয়ে চালু হয়েছে “Postal Vote BD” নামের অ্যাপভিত্তিক নিবন্ধন ব্যবস্থা। প্রবাসীরা মোবাইল নম্বর যাচাই, ফেস ভেরিফিকেশন ও জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের তথ্য দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন। যাচাই শেষে সফল নিবন্ধনের নোটিফিকেশন পাওয়ার পর ডাকযোগে ব্যালট পেপার পাঠানো হবে। ব্যালট পাওয়ার পর অ্যাপ বা নির্ধারিত লিংকে লগইন করে মোবাইল নম্বর ও এনআইডি যাচাই, নতুন পিন সেট এবং ব্যালটের কিউআর কোড স্ক্যান করে প্রার্থী নির্বাচন করতে হবে। ঘোষণাপত্রে স্বাক্ষর বাধ্যতামূলক; স্বাক্ষর না থাকলে ভোট বাতিল হবে। ইসি অঞ্চলভিত্তিক নিবন্ধন সময়সূচি প্রকাশ করেছে—১৯–২৩ নভেম্বর পূর্ব এশিয়া, উত্তর আমেরিকা ও আফ্রিকা; ২৪–২৮ নভেম্বর উত্তর আমেরিকা ও ওশেনিয়া; ২৯ নভেম্বর–৩ ডিসেম্বর ইউরোপ; ৪–৮ ডিসেম্বর সৌদি আরব; ৯–১৩ ডিসেম্বর মালয়েশিয়া।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।