Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাবে কিউবা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। ট্রাম্প সতর্ক করে বলেন, কিউবা যেন অবিলম্বে চুক্তির আওতায় আসে, নইলে অনির্দিষ্ট পরিণতির মুখে পড়বে। এর জবাবে কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াজ ক্যানেল বলেন, কিউবার বিষয়ে অন্য কারো কথা বলার অধিকার নেই। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি লেখেন, কিউবা একটি স্বাধীন ও সার্বভৌম জাতি এবং কেউ তাদের কী করতে হবে তা বলে দিতে পারে না। তিনি আরও জানান, ক্যারিবিয়ান দ্বীপ রক্তের শেষ বিন্দু দিয়েও স্বদেশ রক্ষায় প্রস্তুত।

কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ বলেন, তাদের দেশে রপ্তানি করতে ইচ্ছুক যেকোনো দেশ থেকেই জ্বালানি আমদানি করার অধিকার কিউবার আছে। তিনি জানান, কিউবা ভেনেজুয়েলা ও মেক্সিকো থেকে অধিকাংশ জ্বালানি আমদানি করে। রদ্রিগেজ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘অপরাধমূলক’ কর্মকাণ্ডের অভিযোগ তুলে বলেন, এসব কর্মকাণ্ড বিশ্বশান্তির জন্য হুমকি। প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্প সম্প্রতি কলম্বিয়া, মেক্সিকো, ইরান ও গ্রিনল্যান্ডকেও হুমকি দিয়েছেন।

Card image

Related Memes

logo
No data found yet!