বাংলাদেশের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ রংপুর কর অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার সাজিদ খানকে পদাবনতি দিয়েছে, কারণ তিনি নিয়ম বহির্ভূতভাবে বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে প্রায় ১৮০ কোটি টাকার কর সুবিধা প্রদান করেছিলেন। খুলনা কর অঞ্চলের সার্কেল–১ কোম্পানিজে দায়িত্ব পালনকালে তিনি ২০১৮–১৯ ও ২০১৯–২০ করবর্ষে যথাক্রমে ১৫১ কোটি টাকার কর ক্রেডিট এবং ২৯ কোটি টাকার কর প্রত্যর্পণ অনুমোদন দেন, যা কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই করা হয়। বিভাগীয় তদন্তে অনিয়ম প্রমাণিত হওয়ায় সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা, ২০১৮ অনুযায়ী তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়। ১৩ নভেম্বর ব্যক্তিগত শুনানির পর অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। ফলে তাঁকে এক ধাপ পদাবনতি দিয়ে বেতন ৪৫ হাজার ৩৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই পদক্ষেপ কর প্রশাসনে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিতের প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।