মিরপুরের পল্লবীতে গণপিটুনির শিকার রিয়াদ হোসেন নামে ২৪ বছরের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার গভীর রাতে মিরপুর ১২ নম্বর মেট্রো স্টেশনের নিচে প্রাইভেটকার নিয়ে ছিনতাই করার সময় রিয়াদকে হাতেনাতে আটক করে গণপিটুনি দেয় জনতা। এক পর্যায়ে তাকে সেখান থেকে উদ্ধার করে থানায় হস্তান্তর করেন সেনাবাহিনীর একটি টহল টিম। সোমবার সকালে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে তিনি মারা যান।