Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামী ভারতের প্রতি আহ্বান জানিয়েছে যেন মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে আশ্রয় না দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। সোমবার ঢাকার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, রায়টি স্বচ্ছ ও নিরপেক্ষ হয়েছে এবং কোনো দেশ যদি দণ্ডপ্রাপ্ত আসামিকে আশ্রয় দেয়, তবে তারা অপরাধীদের পক্ষ নিচ্ছে। তিনি ভারতকে প্রতিবেশীসুলভ আচরণের অংশ হিসেবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার আহ্বান জানান। ইসলামী ছাত্রশিবিরও রায়ে সন্তোষ প্রকাশ করে এবং ভারতের কাছে পলাতক আসামিদের প্রত্যর্পণের দাবি জানায়। খেলাফত মজলিসের নেতারাও রায়কে ন্যায়বিচারের প্রতিফলন বলে উল্লেখ করেন। ডাকসু নেতারা ট্রাইব্যুনালে উপস্থিত থেকে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে দ্রুত ফিরিয়ে এনে রায় কার্যকর করার দাবি জানান।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।