Web Analytics

কুমিল্লার দাউদকান্দি উপজেলার দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের বশির ভূঁইয়ার ছেলে কাজল (২০) খেলার মাঠ নিয়ে সংঘর্ষে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ৩১ ডিসেম্বর মারা গেছেন। গত ২৭ নভেম্বর মোহাম্মদপুর চৌমুহনী এলাকায় ব্যাডমিন্টন খেলার মাঠ প্রস্তুতকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার মান্নান, হান্নান, মনির হোসেন, রবিউলসহ ১০ জন এবং অজ্ঞাত আরও ১০–১২ জন চাইনিজ কুড়াল, লোহার রড ও বাঁশ দিয়ে কাজলের ওপর হামলা চালায়।

গুরুতর আহত অবস্থায় কাজলকে প্রথমে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। দীর্ঘ চিকিৎসার পর তিনি মারা যান। ২ জানুয়ারি জানাজা শেষে তাঁর দাফন সম্পন্ন হয়। এলাকাবাসী হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছেন।

পুলিশ জানিয়েছে, কাজলের মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!