Web Analytics

আইন উপদেষ্টা ও অধ্যাপক আসিফ নজরুল দাবি করেছেন, গত ১৬ মাসে বাংলাদেশে তিনিই সবচেয়ে বেশি সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন। শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘রাজনৈতিক দল, মানবাধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতা’ শীর্ষক পলিসি ডায়ালগে তিনি এ দাবি করেন। তিনি বলেন, প্রথম চার মাসেই তাকে লক্ষ্য করে চারটি ভিডিও প্রকাশ করা হয়েছিল।

ক্ষোভ প্রকাশ করে আসিফ নজরুল বলেন, তাকে কখনো পাকিস্তানের দালাল, আবার কখনো ভারতের দালাল হিসেবে অপপ্রচার চালানো হয়েছে এবং আমেরিকায় সম্পত্তি থাকার মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। তার মতে, সততার জন্য গর্বিত একজন মানুষের বিরুদ্ধে এমন প্রচারণা বড় ধরনের সাইবার বুলিং। জুলাইয়ের মামলার জামিন প্রসঙ্গে তিনি বলেন, এসব জামিনের ৯০ শতাংশ হাইকোর্ট থেকে হয়েছে, তাই এর দায় বিচারকদের।

তিনি আরও বলেন, এসব আক্রমণের পেছনে রাজনৈতিক ও আর্থিক উদ্দেশ্য রয়েছে। তার নাম ব্যবহার করে ভিউ ও অর্থ উপার্জনের পাশাপাশি রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা চলছে। সবাইকে আত্মসমালোচনার আহ্বান জানান তিনি।

Card image

Related Memes

logo
No data found yet!