কাতার সফরে থাকা লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম মাঝআকাশে ছিলেন, ঠিক তখনই কাতারে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। পরিস্থিতির জেরে কাতার আকাশসীমা বন্ধ করে দেয়, যার ফলে প্রধানমন্ত্রীকে বাহরাইনে জরুরি অবতরণ করতে হয়। কুয়েত ও বাহরাইনও সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। হতাহতের কোনো খবর নেই। পরে বিমান চলাচল স্বাভাবিক হয় এবং প্রধানমন্ত্রী নিরাপদে কাতার পৌঁছান।