জুলাই ঘোষণাপত্র ও প্রশাসন, গণমাধ্যম, সংস্কৃতি ও রাজনৈতিক সংস্কারের দাবিতে আগামীকাল বুধবার রাজধানীতে প্রতীকী কফিন মিছিল করবে ‘জুলাই ঐক্য’। রোববার ১০৮টি সংগঠনের অংশগ্রহণে আয়োজিত এক সম্মেলন থেকে কর্মসূচির ঘোষণা আসে। পরে আলোচনা করে শহিদ আবু সাঈদের স্মরণে ১৭ জুলাই কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়। মিছিলটি সাইন্সল্যাব থেকে শুরু হয়ে শাহবাগে গিয়ে শেষ হবে, যেখানে শহিদদের জন্য দোয়া অনুষ্ঠিত হবে। আয়োজক ইসরাফিল ফরাজী জানান, কফিন মিছিলে সকল নাগরিককে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।