রাশিয়ার রাজধানী মস্কোর ইয়েলেতস্কায়া সড়কে বুধবার ভোরে একটি থানার বাইরে বোমা বিস্ফোরণে দুই পুলিশ সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। রুশ তদন্ত কমিটি জানিয়েছে, সন্দেহভাজন এক ব্যক্তির কাছে দুই পুলিশ সদস্য এগিয়ে গেলে তিনি নিজের কাছে থাকা বিস্ফোরক ডিভাইসটি সক্রিয় করেন, ফলে ঘটনাস্থলেই বিস্ফোরণ ঘটে। নিহত দুই পুলিশ সদস্যের বয়স ২৪ ও ২৫ বছর, এবং একজনের স্ত্রী ও নয় মাস বয়সী সন্তান রয়েছে।
ঘটনার মাত্র দুই দিন আগে একই এলাকায় গাড়িবোমা হামলায় রুশ সেনাবাহিনীর জেনারেল ফানিল সারভারোভ নিহত হন। এখনো কেউ এই হামলার দায় স্বীকার করেনি, তবে পূর্ববর্তী অনুরূপ হামলার ঘটনায় ইউক্রেনের গোয়েন্দা সংস্থার সম্পৃক্ততার অভিযোগ উঠেছিল।
বিস্ফোরণের পর মস্কো জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তদন্তকারীরা দুই হামলার মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখছেন। এই ঘটনা রাশিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে।