কক্সবাজারের উখিয়া-টেকনাফের ৩৩ ক্যাম্পে প্রায় সাড়ে চার হাজার ‘লার্নিং সেন্টার’ পরিচালিত হয়ে আসছিল। এতে পড়তো দুই লাখ ২৫ হাজার রোহিঙ্গা শিশু। চলতি জুন মাসের শেষেই বন্ধ হয়ে যাচ্ছে এসব কেন্দ্র। তহবিল সংকটের কথা জানিয়ে ইউনিসেফ লার্নিং সেন্টারগুলো বন্ধের ঘোষণা দিয়েছে। ইউনিসেফের কক্সবাজার চিফ অফ ফিল্ড অফিস এঞ্জেলা কার্নে বলেন,‘শিক্ষাকেন্দ্রগুলো আপাতত জুন মাস পর্যন্ত খোলা থাকবে। তারপর নতুন করে তহবিল না পেলে কেন্দ্রগুলো বন্ধ হয়ে যাবে।’ সেই সাথে পাঠ্যসূচি থেকে বাদ পড়ে যাচ্ছে ইংরেজি, বিজ্ঞান ও সামাজিক শিক্ষা। এছাড়া, নতুন করে কোনো পাঠ্যবইও দেওয়া হবে না। পুরনো বই ঘুরিয়ে ব্যবহারের পরিকল্পনা করছে ইউনিসেফ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গ্রেড-১ ও ২ এর আওতায় কর্মরত এক হাজার ১৭৯ বাংলাদেশি শিক্ষককে বাদ দেওয়া হচ্ছে। ফলে শিবিরসংলগ্ন এলাকার কর্মসংস্থানের একটি বড় অংশ এক ঝটকায় বিলীন হয়ে যাচ্ছে।