যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও ইসরাইলের অব্যাহত অবরোধে গাজা উপত্যকায় স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়ার পথে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে ৫২ শতাংশ ওষুধ এবং ৭১ শতাংশ চিকিৎসা সরঞ্জামের ঘাটতি দেখা দিয়েছে। পশ্চিম গাজার আল-শিফা হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সংকটের বিস্তারিত তুলে ধরা হয়।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৩২১ ধরনের অত্যাবশ্যকীয় ওষুধের মজুদ সম্পূর্ণ ফুরিয়ে গেছে। জরুরি ও নিবিড় পরিচর্যা সেবায় ৩৮ শতাংশ ঘাটতি দেখা দিয়েছে, যার ফলে প্রায় দুই লাখ রোগী জরুরি সেবা থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকিতে রয়েছেন। কিডনি চিকিৎসার সরঞ্জাম না থাকায় ৬৫০ জন রোগী ডায়ালাইসিস পাচ্ছেন না, আর অনকোলজি ওষুধের ৭০ শতাংশ ঘাটতির কারণে প্রায় এক হাজার ক্যান্সার রোগী চিকিৎসা থেকে বঞ্চিত।
স্বাস্থ্য মন্ত্রণালয় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জরুরি সহায়তা ও সরবরাহ পুনরায় চালুর আহ্বান জানিয়েছে। মানবিক সংস্থাগুলো সতর্ক করেছে, অবরোধ অব্যাহত থাকলে গাজায় পূর্ণমাত্রার স্বাস্থ্য বিপর্যয় ঘটতে পারে।