গঙ্গা চুক্তির বাস্তবায়ন এবং কারিগরি দিক নিয়ে আলোচনার লক্ষ্যে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বাংলাদেশ অংশের বিশেষজ্ঞদের একটি প্রতিনিধিদল সোমবার কলকাতা গেছে। প্রথম দিনেই ফারাক্কা ব্যারাজ সাইটে পর্যবেক্ষণ করতে যায়। সেখান থেকে ফিরে ৬ ও ৭ মার্চ বৈঠক অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ও ভারতের সম্পর্কের টানাপোড়েনের মধ্যে জেআরসির বৈঠককে খুবই তাৎপর্যপূর্ণ বলে ধারণা করা হচ্ছে। যৌথ ৫৪ নদীর মধ্যে কেবল দু'দেশের গঙ্গা পানিবন্টন চুক্তি রয়েছে। তাও ২৬ সালে শেষ হতে চলেছে। এই চুক্তিতে মমতা ব্যানার্জির অবস্থান গুরুত্বপূর্ণ, তিস্তা চুক্তি তার কারণে আটকে গিয়েছিল।