সন্দেহের ভিত্তিতে ৫৪ ধারায় ইচ্ছামতো গ্রেফতারের সংস্কৃতি রোধে আইনি কাঠামোয় উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানান, এখন থেকে সন্দেহভিত্তিক গ্রেফতার করতে হলে পুলিশ কর্মকর্তাকে লিখিতভাবে ব্যাখ্যা দিতে হবে কেন গ্রেফতার করছেন। গ্রেফতারের সময় পরিচয়পত্র প্রদর্শন, ১২ ঘণ্টার মধ্যে স্বজনদের অবহিতকরণ, আঘাত থাকলে চিকিৎসা নিশ্চিতকরণ, এবং বিস্তারিত ‘মেমোরেন্ডাম অব অ্যারেস্ট’ বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া সব সংস্থার গ্রেফতার সংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট থানায় পাঠাতে হবে এবং প্রতিটি থানায় গ্রেফতার তালিকা প্রকাশ করতে হবে। এই পরিবর্তন সুপ্রিম কোর্টের রায়ের আলোকে ও বিচার বিভাগীয় সংস্কারের অংশ হিসেবে বাস্তবায়িত হচ্ছে।