বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন এক ফেসবুক পোস্টে তারেক রহমানের রাজনৈতিক ভিশন, কমিটমেন্ট ও নীতিনির্ধারণ প্রক্রিয়ার প্রশংসা করেছেন। তিনি বলেন, দীর্ঘ সময় ধরে কাছ থেকে তারেক রহমানের নেতৃত্বগুণ ও রাষ্ট্রচিন্তা পর্যবেক্ষণ করে বুঝেছেন, তাঁর মাঝে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উত্তরাধিকার স্পষ্টভাবে প্রতিফলিত। পোস্টে উল্লেখ করা হয়, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান, সুশাসনসহ নানা খাতে তারেক রহমান দীর্ঘদিন ধরে নীতিমালা প্রণয়নে কাজ করছেন।
মাহদী আমিন জানান, দেশ-বিদেশের শতাধিক পেশাজীবী ও শিক্ষাবিদের সঙ্গে পরামর্শ করে তারেক রহমান বাস্তবসম্মত ও অন্তর্ভুক্তিমূলক নীতি কাঠামো তৈরি করেছেন। তিনি জনপ্রিয়তার চেয়ে দীর্ঘমেয়াদি জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েছেন। দেশে ফিরে তিনি জনগণ ও বিশেষজ্ঞদের সঙ্গে আরও পরামর্শ করে গণমুখী রাজনীতি চালু করবেন বলে জানান আমিন।
বিএনপির চলমান নীতিনির্ধারণ কর্মসূচির প্রেক্ষাপটে এই মন্তব্য এসেছে। মাহদী আমিন আশা প্রকাশ করেন, বিএনপি সরকার গঠন করলে তারেক রহমান স্বচ্ছ ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা বাস্তবায়ন করবেন।