যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের সঙ্গে করা প্রযুক্তি সহযোগিতা চুক্তি ‘টেক প্রস্পেরিটি ডিল’ স্থগিত করেছে, যা কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম কম্পিউটিং ও বেসামরিক পারমাণবিক জ্বালানি খাতে সহযোগিতা জোরদারের উদ্দেশ্যে করা হয়েছিল। ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে চুক্তিটি স্থগিত করা হয়েছে এবং ব্রিটিশ কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্প প্রশাসন প্রযুক্তি অংশীদারিত্বের বাইরে বাণিজ্য খাতে যুক্তরাজ্যের কাছ থেকে ছাড় আদায়ে চাপ দিচ্ছে। খাদ্য ও শিল্পপণ্যের অশুল্ক বাধা দূর করতে যুক্তরাজ্যের অনীহায় মার্কিন কর্মকর্তারা হতাশ। যুক্তরাজ্য সরকারের এক মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক এখনও দৃঢ় এবং চুক্তিটি যেন উভয় দেশের নাগরিকদের জন্য সুযোগ তৈরি করে, সে বিষয়ে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
বিশ্লেষকদের মতে, এই স্থগিতাদেশ দুই দেশের প্রযুক্তি সহযোগিতায় সাময়িক বাধা সৃষ্টি করতে পারে এবং যৌথ গবেষণা ও বিনিয়োগ পরিকল্পনা বিলম্বিত হতে পারে। তবে বাণিজ্য ইস্যুতে সমঝোতা হলে আলোচনার পুনরারম্ভের সম্ভাবনা রয়েছে।