Web Analytics

আজ রমজানের প্রথম রোজা। এ এক ইবাদত ও আনন্দের উৎসব হলেও জুলাইয়ে শহীদ পরিবারের জন্য নিজেদের উৎসর্গকৃত সন্তান বা ভাই বোনের অনুপস্থিতি অনুভব গভীর বেদনার। তেমনি এক বেদনার পোস্ট লিখেছেন জুলাই অভ্যুত্থানে শহিদ হওয়া মীর মুগ্ধর যমজ ভাই মীর স্নিগ্ধ। যেখানে স্নিগ্ধ লিখেছেন, সবাই পোস্ট দিচ্ছে,‘ইফতারের মূল ইনগ্রিডিয়েন্স হলো পরিবার!’ তিনি বলেন, মায়ের খুব চিন্তা থাকতো মুগ্ধ কী দিয়ে ইফতার করছে না করছে, আর বাসায় এলে পছন্দমত ইফতার করে খাওয়াতো। তিনি বলেন, আমি জানি আজকে ইফতারের সময় আম্মু ও হাজারটি মা কাঁদবে, অবশ্যই কাঁদবে আর বলবে আমার মুগ্ধরা আর কখনোই বাড়ি ফিরবে না। পোস্টটি শেয়ার করেছেন উপদেষ্টা আসিফ নজরুল।

Card image

Related Memes

logo
No data found yet!