Web Analytics

বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন (বিসিভিওএ) ও কোস্টাল শিপ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) ঘোষণা দিয়েছে, তাদের ১০ দফা দাবি পূরণ না হলে আগামী ১৫ দিনের মধ্যে নৌপথে পণ্য পরিবহণ বন্ধ করা হবে। রোববার ঢাকায় এক সংবাদ সম্মেলনে সংগঠন দুটি অভিযোগ করে যে, কিছু পণ্যের এজেন্ট সিন্ডিকেট নৌপথে পণ্য পরিবহণ খাতকে জিম্মি করে রেখেছে এবং জাহাজ মালিকদের প্রাপ্য ভাড়া ও ডেমারেজ বাবদ প্রায় ৪০০ কোটি টাকা পরিশোধ করছে না। তারা জানায়, অর্থ সংকটে ইতোমধ্যে প্রায় ৮০০ জাহাজ স্ক্র্যাপ হয়ে গেছে। এজেন্টরা জাহাজগুলোকে ভাসমান গোডাউন হিসেবে ব্যবহার করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করছে বলেও অভিযোগ করা হয়। সংগঠনগুলো সরকারের কাছে পরিবহণ নীতিমালা-২০২৪ বাস্তবায়ন, বকেয়া পরিশোধ ও সিন্ডিকেট ভাঙার দাবি জানায়। তারা সতর্ক করে দেয়, সরকার ব্যবস্থা না নিলে জাহাজ চলাচল বন্ধ হলে সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বিপর্যয় ঘটবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।