আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে রাঙামাটির বৌদ্ধ বিহারগুলোতে পালন করা হচ্ছে বুদ্ধপূর্ণিমা। এ উপলক্ষে রাঙামাটিতে মাঙ্গলিক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। তবলছড়ি এলাকা থেকে শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আসামবস্তি বুদ্ধাঙ্কুর বিহারে শেষ হয়। প্রদীপ প্রজ্বলন শেষে নিজেদের সমর্পণ করেন বুদ্ধের চরণে। বুদ্ধের কাছে করেন প্রার্থনা। বুদ্ধ স্নান, বুদ্ধপূজা, পঞ্চশীল, অষ্টশীল প্রার্থনা, বুদ্ধমূর্তি দানের পর সবাই যোগ দেন সমবেত প্রার্থনায়। এ সময় শহরের রাজবন বিহার, আনন্দ বিহার, মৈত্রী বিহারসহ সকল বিহারে সকাল থেকে পূণ্যার্থীরা মঙ্গল কামনায় বুদ্ধের কাছে প্রার্থনা করেন।