পররাষ্ট্র বিষয়ক কমিটির বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে আরো গতিশীল করার কথা বলা হয়েছে। প্রথম বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয় নিয়ে উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে তিন উপদেষ্টা আলাপ করেন। জুলাই অভ্যুত্থানকে সরকারের কর্মকাণ্ডে ধারণ করার জন্য গঠিত পাঁচ সদস্যের কমিটিতে আছেন, উপদেষ্টা তৌহিদ হোসেন, আদিলুর রহমান খান, মাহফুজ আলম, পররাষ্ট্র সচিব ও প্রধান উপদেষ্টার প্রতিনিধি!